'লোকটা সুদর্শন সন্দেহ নেই। শুধু একটাই অপূর্ণতা তার, হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটেন। বাংলাদেশে মানুষের উচ্চতা কম বলে লম্বারা একটু ঝুঁকেই হেঁটে থাকে। কারণ তারা ব্যতিক্রম হতে সাহস পায় না। আমাদের সমাজে ব্যতিক্রমকে স্বাভাবিকভাবে দেখা হয় না। যেন ব্যতিক্রম মানেই অসুন্দর!'
— Mar 05, 2023 09:00AM
Add a comment