অবিশ্বাস্য হলেও সত্যি- বইটা এখন পর্যন্ত যথেষ্ট বিরক্তিকর মনে হচ্ছে। কাহিনীর গাঁথুনি এবং লেখা ভালো হলেও, অনেক স্লো; এগোচ্ছে না। যত দূর পড়া হয়েছে, তাতে থ্রিলেরও বেশ ভালো রকম অভাব দেখা যাচ্ছে। দেখা যাক... পরে কোন ম্যাজিকের দেখা পাওয়া যায় কিনা!
— Feb 04, 2019 09:50PM
Add a comment