বাবলু বিলু ভোম্বল— তিনটি ছেলে। দুটি মেয়ে- বাচ্চু আর বিচ্ছু। এই নিয়ে ওরা পাঁচজন। পঞ্চপাণ্ডব। আর ওদের সঙ্গে আছে এক-চোখ-কানা একটি কালো দেশি কুকুর— পঞ্চু। রহস্য-রোমাঞ্চে ভরা যে-কোনও অভিযানে ওরা একজোট হয়ে বেরিয়ে পড়ে। ক্ষুদে এই গোয়েন্দাদলের বুকে দুর্জয় সাহস, বাহুতে অদম্য শক্তি। দু’ ঘা খেলে চার ঘা কী করে ফিরিয়ে দিতে হয়, তা এরা বিলক্ষণ জানে। আর তা…