অনুভব করি— যদিও ধর্মের ব্যাপারে তাদের (শাহবাগীদের) সজাগ অরুচি সবসময় লুকিয়ে রাখা সম্ভব হয় না, রাজনৈতিক সমর্থনের ব্যাপারে তারা নিজেরা কিন্তু কেবল ধার্মিকদের মতোন আচরণ করতেই সক্ষম। বাঙালির জীবনের ধর্ম মাত্রই সতত সজীব— যেকোনো বিষয়কে ধর্মে উপনীত করার বিরল প্রতিভাকে বাঙালি সামান্য লৌকিকতা বলে জ্ঞান করে।
- পৃ. ৭২
— Feb 10, 2023 10:16AM
Add a comment