প্রথম কেসটা একেবারে দুর্দান্ত! পারফেক্ট ক্রাইম করে পার পেয়ে যাওয়া ক্রিমিনালকে ধরার জন্য যে ভালুক ফাঁদটা ইন্সপেক্টর পেতেছেন, একেবারে ওভার বাউন্ডারি যাকে বলে। হংকংয়ের সোশিও-পলিটিক্যাল অবস্থার প্রভাব কীভাবে পুলিশ ডিপার্টমেন্টের উপর এসে পড়েছে, সেটাও লক্ষণীয়। বাংলাদেশের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ। ওভারঅল, চমৎকার একটা থ্রিলার পড়া হচ্ছে।
— Aug 17, 2025 12:08PM
Add a comment